খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে নগরীর লবণচরা, দৌলতপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বটিয়াঘাটা থানা এলাকার নয়ন শেখ (২৪), দিঘলিয়া থানা এলাকার আনোয়ার হোসেন (৪৫) এবং সোনাডাঙ্গা থানা এলাকার স্বপ্না খানম (২৫)।
কেএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।