পোশাককর্মী মরিয়ম আক্তার সামিরাকে (১৭) হত্যার ৬ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা-পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা এলাকা থেকে আসামি মো. তারেককে (২০) গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাঁচলাইশ থানাধীন হাদুমাঝির পাড়ার বিলের পাশ থেকে সামিরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করেন সামিরার ভাই পারভেজ উদ্দিন। তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাঙ্গুনিয়া থেকে আসামি তারেককে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারেক জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি। সামিরার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে সামিরাকে দেখা করতে ডাকেন। আগে থেকেই তারেকের কাছে একটি ছুরি ছিল। সামিরা ঘটনাস্থলে এলে দুজনের বাগবিতণ্ডা হয়। এ সময় সামিরার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করেন তারেক। ঝগড়ার এক পর্যায়ে সামিরার গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন তারেক। এরপর সেখান থেকে পালিয়ে যান।
ওসি জানান, গ্রেপ্তার আসামি তারেকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।