এসআই কাজী আতিকুর রহমান। ছবি : বাংলাদেশ পুলিশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেটে কর্মরত উপপরিদর্শক (এসআই) কাজী আতিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী ও তিন মাসের কন্যাসন্তান, মা-বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন সালুটিকর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানায়, শুক্রবার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা এলাকায় মামলার তদন্ত কার্যক্রম শেষে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে ফিরছিলেন এসআই আতিকুর। বিকেলে সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন সালুটিকর এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই কাজী আতিকুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ পিপিএম। শোকবার্তায় তিনি বলেন, এসআই কাজী আতিকুর রহমানের অকালমৃত্যুতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব সদস্য গভীরভাবে মর্মাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।