পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

অপহৃত মাদরাসাছাত্র আদিবকে (১০) উদ্ধার করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা-পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণকারীকে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সোনারগাঁ থানাধীন বস্তল এলাকা এবং সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার এলাকার গ্রেট ওসমান হোটেল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সোনারগাঁ থানা এলাকার মো. শাহেদ (১৯), মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) ও রাইয়ান (১৮)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, ভুক্তভোগী আদিব সোনারগাঁ থানাধীন বিষ্ণাদি গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। সে বানেশ্বরদী আরাফাত নগর মাদরাসার ছাত্র। গত ১ অক্টোবর সন্ধ্যায় মাদরাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। রাতের দিকে অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, আদিবকে অপহরণ করা হয়েছে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেন আদিবের মা।

ওসি জানান, তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি শাহেদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনারগাঁ থানাধীন বস্তল এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার এলাকার গ্রেট ওসমান হোটেলে অভিযান চালিয়ে আসামি মাহফুজ ও রাইয়ানকে গ্রেপ্তার এবং অপহৃত আদিবকে উদ্ধার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।