পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় দারুসসালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. হোসাইন (২৭), মো. রিফাত ওরফে নিপু (১৯), মো. সোহান (১৯) ও মো. নাইম (১৯)।

দারুসসালাম থানা-পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও ১২টি ব্যাটারি জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।