পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুল। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

ডিএমপি জানায়, পল্টন থানা, যাত্রাবাড়ী থানা ও রমনা থানার পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি এনামুল। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।