প্রতারণার শিকার নারীর হাতে টাকা তুলে দিচ্ছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। ছবি : বাংলাদেশ পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার ফাঁদে পড়া নারীর ৩০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভুক্তভোগী তন্নী আক্তারের হাতে টাকা তুলে দেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার জানান, গত ৮ সেপ্টেম্বর ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার নামের একটি ফেসবুক পেজে কম টাকায় আসবাবপত্র বিক্রির বিজ্ঞাপন দেখেন তন্নী। এতে প্রলোভিত হয়ে সেগুন কাঠের আসবাবপত্র কিনতে প্রতারকদের বিভিন্ন সময় ৩০ হাজার টাকা দেন। অথচ এসব পণ্যের প্রকৃত দাম কয়েক লাখ টাকা।

তিনি জানান, প্রতারণার বিষয়টি টের পেয়ে পিরোজপুর জেলা পুলিশের কাছে অভিযোগ করেন তন্নী। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নড়াইলের কালিয়া এলাকা থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী।

পুলিশ সুপার জানান, চক্রটি নড়াইল সদর ও কালিয়া, ফরিদপুরের ভাঙ্গা ও কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ফেসবুকে পণ্যের ছবি পোস্ট দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। অনলাইনে এ ধরনের মুখরোচক ও লোভনীয় পোস্ট দেখে পণ্য কেনার বিষয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।