পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকার (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাজবাড়ী জেলা পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন গোয়ালন্দ থানা এলাকার সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মো. তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮) ও মো. লোকমান শেখ (৩৫) এবং গোয়ালন্দ থানা এলাকার বাসিন্দা মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) ও মো. জনি মোল্লা (৩৪)।

জেলা পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সুশীল কুমার সরকার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সুশীলের ভাই মামলা করেন।

তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি রাজবাড়ী ও গোয়ালন্দঘাট থানা-পুলিশ ঠাকুরগাঁও থেকে আসামি তোফাজ্জেল ও লোকমানকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এরই মধ্যে আসামি তোফাজ্জেল ও লোকমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।