
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্ভিস সেন্টার পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২ অক্টোবর) আকস্মিকভাবে ৯৯৯ সার্ভিস সেন্টার পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাতীয় জরুরি সেবার প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় জরুরি সেবায় কর্মরতদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার উৎসাহ দেন।