পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সরঞ্জাম চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা-পুলিশ।

গত মঙ্গলবার (১ অক্টোবর) তারাকান্দা থানাধীন মধুপুর এলাকায় বিপিডিবির পরিত্যক্ত ৩৩ কেভি বৈদ্যুতিক প্লান্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার মো. মোজাম্মেল (২৫), মো. আশিক (২২), মো. সাত্তার (১৯), মো. মনিরুল ইসলাম (১৯), মো. মেহেদী হাসান (২০) ও মো. লিমন মিয়া (১৯) এবং তারাকান্দা থানা এলাকার মো. রুবেল মিয়া (২২)।

উদ্ধার করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, গত ২২ আগস্ট থেকে বিপিডিবির ওই প্লান্ট থেকে সরঞ্জাম চুরি করে আসছিলেন আসামিরা। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে তিনটি পোস্ট ইনসুলেটর, ছয়টি ৩৩ কেভি ক্রস আর্ম, ৪২টি স্টিলের অ্যাঙ্গেল, একটি স্টিল পোল, ছয়টি ইনসুলেটর, একটি হ্যান্ড ট্রলি ও একটি রড কাটার জব্দ করা হয়েছে। তারাকান্দি থানায় মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।