ময়মনসিংহের তারাকান্দা থানা-পুলিশের অভিযানে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল ও চারটি নকল চাবি।
গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তারাকান্দা থানাধীন টিউকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মশিউর রহমানের (৩২) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির দুটি মামলা আছে।
তারাকান্দি থানা-পুলিশ জানায়, ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পাশের স্কুল মাঠে আড্ডা দিচ্ছিলেন ভুক্তভোগী এনামুল হক। কিছুক্ষণ পর মোটরসাইকেল না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আসামি মশিউরকে গ্রেপ্তার করে।
তারাকান্দা থানায় মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।