
কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও জেলা পুলিশের মতবিনিময় সভা হয়েছে।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়; নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপীনাথ রায়, সাধারণ সম্পাদক মধুসূদন রায় ও সহসভাপতি ধীরেন্দ্রনাথ চক্রবর্ত্তী; চিলমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি পবিত্র কর্মকার; ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা; উলিপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল রায়; কচাকাটা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ নারায়ণ গোস্বামী; রাজারহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রামের সভাপতি ছানালাল বকসী ও সহসভাপতি গন্ধরাজ, চিলমারীর সভাপতি কর্ণধর বর্মা এবং নাগেশ্বরীর যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কুমার সেন; কুড়িগ্রাম পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. দীনেশ চন্দ্র সেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। এরই মধ্যে বিভিন্ন পূজামণ্ডপে পুলিশি টহল জোরদার করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা। একই সঙ্গে জেলার সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথা জানান তাঁরা।
এ সময় পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, এরই মধ্যে কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতিদিন সার্কেল অফিসার, ওসিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শন করছেন। পাশাপাশি মন্দিরের নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, ডিআইও-১ মো. আব্দুর রাজ্জাক মিঞা, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী এবং সব থানা ও ইউনিটের ইনচার্জরা এ সময় উপস্থিত ছিলেন।