পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা-পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে।

গত রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আলালের (৫৫) বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানাধীন সুজাতপুর গ্রামে। শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ি রোডের একটি বাসায় ভাড়া থাকেন তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আলাল চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।