হত্যা মামলার এক আসামিকে ঢাকার ঢামরাই থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার ধামরাই থানাধীন মালঞ্চ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি শাহজাহানের (৩৫) বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানাধীন জটিয়াবর এলাকায়।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম জানান, গত ২৪ সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা থানাধীন জটিয়াবর এলাকায় ভুক্তভোগী আবুল হাশিমকে (৬৫) হত্যা করেন আসামি শাহজাহান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করা হয়।
তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ধামরাই থেকে আসামিকে গ্রেপ্তার করে ডিবি নেত্রকোনা ও পূর্বধলা থানা-পুলিশ। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।