
কিশোরগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন এবং কিশোরগঞ্জের ১৩টি থানার পূজা উদযাপন কমিটি ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিরাপত্তা জোরদারের বিষয়ে সম্মতি দেন সবাই।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় এবার ৩৬২টি মণ্ডপে পূজা হবে।