চাঞ্চল্যকর দুই সহোদর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সদস্যরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার সাভার থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আকবর হোসেন (৬০), মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড চাকু ও স্টিলের ব্যাটন।
ওয়ারী থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী মো. রুহুল আমিন ভূঁইয়া (৪০) ও তাঁর ভাই মো. আল আমিন ভূঁইয়া (৩৮) ওয়ারী থানাধীন ১০ নম্বর হাটখোলা রোডের ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। ওই ফ্ল্যাটের জমির মালিক আকবর গংদের সঙ্গে ২০১৪ সালে রিয়েল স্টেট কোম্পানির মালিক রিপনের চুক্তি হয়। কিন্তু গত ১০ বছরে সেখানে ভবন নির্মিত না হওয়ায় জমির মালিক আকবর নিজ অর্থায়নে সেখানে দুইতলা ভবন নির্মাণ করেন। কিন্তু রিয়েল স্টেট কোম্পানির সঙ্গে চুক্তি থাকায় গত ১৪ আগস্ট নির্মাণাধীন ভবন দেখতে ঘটনাস্থলে যান আল আমিন ও তাঁর ছোট ভাই নুরুল আমিন।
ওই সময় আসামি সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও তাঁদের সহযোগীরা আল আমিন ও নুরুলকে স্টিলের ব্যাটন, চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণ করেন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীদের বড় ভাই রুহুল আমিন হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারী থানাধীন ১০ নম্বর হাটখোলা রোডের নির্মাণাধীন ভবন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।