ময়মনসিংহের ফুলপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি ধারালো ছোরা ও একটি অ্যাম্বুলেন্স।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলার ফুলপুর থানাধীন বওলা ইউনিয়নের সুতার পাড়া চৌরাস্তা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার মো. জসিম মিয়া (২১), মো. স্বাধীন মিয়া (১৯), প্রিন্স অনিক মণ্ডল (১৯), ফজলে রাব্বী (২১) ও মো. আবু নাঈম (১৯) এবং ফুলবাড়িয়া থানা এলাকার মো. জাহিদ হাসান (১৯)।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, আসামিরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। ফুলপুর থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।