জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা-পুলিশের অভিযানে ৪১০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউনিয়নের ভবানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ছালেক মিয়ার বাড়ি শ্রীমঙ্গল থানাধীন ভবানপুর গ্রামে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।