জাতিসংঘের বিশেষ সংস্থা আইএফএডির প্রতিনিধিদলের সদস্যগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে আসা জাতিসংঘের প্রতিনিধিদলের নিরাপত্তা দিয়েছে জেলা পুলিশের নারী সদস্যরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট ও ভূরুঙ্গামারী উপজেলায় এলজিইডির কার্যক্রম পরিদর্শন করে জাতিসংঘের বিশেষ সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রতিনিধিদল।

জাতিসংঘের বিশেষ সংস্থা আইএফএডির প্রতিনিধিদলের নিরাপত্তায় নিয়োজিত নারী পুলিশ সদস্যগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

আইএফএডির অর্থায়নে বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্প পরিদর্শনে আসে ওই প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই) তানিয়ার নেতৃত্বে একটি চৌকস নারী পুলিশ দল নিরাপত্তায় নিয়োজিত ছিল।