হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী, ভাষানটেক ও মিরপুর মডেল থানা-পুলিশ।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংশ্লিষ্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন শেখ মো. তোফাজ্জল হোসেন, মো. শরীফ মিয়া ওরফে কানা শরীফ ও হুমায়ুন কবির লিটন।
পল্লবী থানা-পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেলে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ ইমন হোসেন আকাশ নামের এক ছাত্র। এ ঘটনায় গত ২৭ আগস্ট পল্লবী থানায় মামলা হয়। গ্রেপ্তার তোফাজ্জল এই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি রূপনগর থানা আওয়ামী লীগের নেতা। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভাষানটেক থানা-পুলিশ জানায়, সরকার পতনের পর গত ৫ আগস্ট সন্ধ্যায় মিরপুর ১৪ নম্বর মোড়ের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ ফজলু নামের এক ব্যক্তি। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় মামলা হয়। গ্রেপ্তার শরীফ এই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ভাষানটেক থানা শ্রমিক লীগের নেতা। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা-পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহসান হাবিব তামিম নামের এক যুবক। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলা হয়। গ্রেপ্তার হুমায়ুন এই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কাফরুল থানা আওয়ামী লীগের নেতা। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।