রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে বোমা বানানোর বিপুল সরঞ্জামসহ সন্দেহভাজন দুই নাশকতাকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মিরপুরের শাহ আলী থানাধীন ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আসামিরা হলেন রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)। তাঁরা দুজন আপন ভাই।
সিটিটিসি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় দুই বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, দুটি রামদা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল, চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।