কিশোরগঞ্জের হোসেনপুরে বিট পুলিশিং সভায় অংশ নেওয়া ব্যক্তিদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের বিভিন্ন থানা এলাকায় বুধবার (১১ সেপ্টেম্বর) কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন জেলার হোসেনপুর, পাকুন্দিয়া, অষ্টগ্রাম ও ইটনা থানা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-এর নির্দেশনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল কর্মকর্তা ও বিট কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

এ সময় পুলিশ, ছাত্র ও জনতার সমন্বয়ে মাদক, জুয়া, বাল্যবিয়ে, কিশোর গ্যাং ও নারী নির্যাতনের মতো অপরাধ দমনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।