বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ কড়াপুরের নিজ বাড়ি থেকে আসামি মোসা. ফাতেমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়।
বিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।