কিশোরগঞ্জে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।

বুধবার (১১ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল-আমিন হোসাইন, টিআই সৈয়দ মনিরুজ্জামান, সার্জেন্ট প্রণব, পৌর ইজিবাইক মালিক সমিতি এবং কিশোরগঞ্জ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করার আহ্বান জানান পুলিশ সুপার। সমিতির নেতারা পুলিশকে সহায়তার আশ্বাস দেন।