
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের নেতা এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় সাংবাদিকদের সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার। মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি ও যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।