জাতীয়মেট্রোপলিটন পুলিশডিএমপি , ঢাকাডিএমপির পাঁচ থানায় নতুন পুলিশ পরিদর্শক ডিএমপি প্রতিনিধি - সেপ্টেম্বর ৬, ২০২৪290ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।পদায়নকৃত কর্মকর্তাবৃন্দ হলেন :