সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আনসারদের আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর পিপিএম জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সাভার ও কক্সবাজারের রামু থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন পারমাস্তল গ্রামের মো. সোহাগ মিয়া এবং কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী গ্রামের মো. মিজানুর রহমান তুহিন।
ঢাকা জেলা পুলিশ জানায়, মঙ্গলবার সাভার থানা এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ জানায়, মঙ্গলবার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।