পুলিশ পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর থানাধীন পলিপ্রয়াগপুর ভেটাই গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. আলামিন সরকারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা আছে।

ডিবি রাজশাহী জানায়, পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান পরিচয়ে গত ২৭ আগস্ট দুপুরে গোদাগাড়ী থানার পুলিশ সদস্যদের ফোন করেন প্রতারক আলামিন। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যদের নাম, বিপি নম্বর ও ফোন নম্বর সংগ্রহ করেন।

এরপর প্রতারক আলামিন গোদাগাড়ী থানার সদস্যদের জানান, তাঁরা এপিবিএনে বদলি হয়ে গেছেন। বদলির আদেশ বাতিল করতে চাইলে টাকা পাঠাতে হবে। এক পর্যায়ে গোদাগাড়ী থানার কনস্টেবল মো. আজিমের বদলি ঠেকানোর কথা বলে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা আত্মসাৎ করেন আলামিন। প্রতারণার বিষয়টি টের পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিষয়টি জানান কনস্টেবল আজিম।

এরই ধারাবাহিকতায় ডিবি রাজশাহীর একটি দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রতারক আলামিনের অবস্থান শনাক্ত করে। এরপর দিনাজপুরের বিরামপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে প্রতারণা করার কথা স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।