খাগড়াছড়ির গুইমারা থানা-পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত শনিবার (৩০ আগস্ট) রাতে গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।