
সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রোববার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশ লাইনসের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা পুলিশ সুপারকে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, দেশের এই নতুন অধ্যায়ের সূচনালগ্নে পুলিশ ও সাংবাদিকের সম্পর্ক হবে পরস্পরের পরিপূরক। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং শতভাগ ঘুষ, দুর্নীতি ও দালালমুক্ত জেলা পুলিশ গঠন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন মোহাম্মদ মাহবুবুর রহমান।