নড়াইল জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইনস মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।
পুলিশ সুপার বলেন, খেলা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। খেলার মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। নিয়মিত ডিউটির পাশাপাশি অবসর সময়ে খেলার মধ্যে মনোনিবেশ করলে ক্লান্তি ও অবসাদ দূর হয়।
এদিন নড়াইল পুলিশ লাইনস একাদশ বনাম পুলিশ অফিস একাদশের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে নড়াইল পুলিশ লাইনস একাদশ জয়ী হয়। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।