রাজধানীর উত্তরায় ফোন করে ডেকে নিয়ে মাইক্রোবাস, স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সদস্যরা।
গত শনিবার (২৪ আগস্ট) উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে আসামি মো. মাজেদুর হককে গ্রেপ্তার করা হয়। ছিনতাই করা মাইক্রোবাস, স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে।
উত্তরা পূর্ব থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী মো. মনিরুল ইসলামের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল আসামি মাজেদের। গত ৯ আগস্ট সন্ধ্যায় মনিরকে ফোন করে উত্তরার ৬ নম্বর সেক্টরের রাজউক মডেল কলেজের মেইন গেইটে আসতে বলেন মাজেদ। সেখান থেকে গাড়িতে চড়ে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসায় যান দুজন। সেখানে আগে থেকেই অবস্থান করা সহযোগীদের নিয়ে ভুক্তভোগী ও তাঁর চালককে ভয়ভীতি দেখিয়ে মাইক্রোবাস, স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেন। মনিরকে ওই বাসায় আটকে রেখে চালককে নিয়ে তাঁর বাসায় যান মাজেদ। সেখান থেকে ৮ ভরি স্বর্ণালংকার লুট করে উত্তরা ৪ নম্বর সেক্টরের ওই বাসায় ফিরে আসেনন। সেখানে ভুক্তভোগী ও চালককে রেখে মাইক্রোবাস, স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।