কুড়িগ্রামে জন্মাষ্টমী উদযাপনের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা এবং বিভিন্ন মন্দিরে অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) জেলার ১১টি থানা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে জন্মাষ্টমীর উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারেন, সে জন্য জেলার ১১টি থানা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।