৯ এপিবিএন চট্টগ্রামের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রাম।

সোমবার (২৬ আগস্ট) বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মধ্যে এসব খাদ্যসামগ্রী ও পানি বিতরণ করা হয়।

৯ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশনা এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) দীপক জ্যোতি খীসার তত্ত্বাবধানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৯ এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি পেয়ে ৯ এপিবিএন ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বানভাসিরা।