কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) উলিপুর থানাধীন হারুনেফরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি নুর ইসলামের বাড়ি উলিপুর থানাধীন হারুনেফরা এলাকায়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন জানান, নুর দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে চারটি পরোয়ানা ছিল। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।