পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা ও মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অভিযানে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৮ আগস্ট) রাতে হরিণটানা থানাধীন কৈয়া বাজার সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এলাকার মো. আজিম ইসলাম ওরফে আজিজুল ইসলাম (৩৫) এবং মাদারীপুর সদর থানা এলাকার মো. সাজ্জাদ মুন্সী (২৬)।

তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।