কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ১০০টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (১৬ আগস্ট) রাতে ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের সানাউল্লাহ নুরানি মাদ্রাসা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রংপুরের কাউনিয়া থানাধীন টেপা মধুপুর এলাকার মো. নাজমুল ইসলাম (২৫) ও মো. জাহিদুল ইসলাম (২৩)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।