সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা-পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে ৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। গ্রেপ্তার করেছে দুই চোরাকারবারিকে।
জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম গত ৩১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর থানাধীন ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর এলাকার চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাশে সিলেট-তামাবিল মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় নাজিম আহমেদ (২৫) নামে চোরাকারবারির হেফাজত থেকে একটি ডিআই পিকআপসহ ৩৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় তারা আসামিকে নিজ হেফাজতে নেন।
জৈন্তাপুর মডেল থানার অপর ১টি টিম ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার সময় ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্গত চৈলাখেল এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় মনিরুজ্জামান সোহাগ (৩০) নামের চোরাকারবারির হেফাজত থেকে একটি সাদা প্রাইভেট কারসহ ১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে আসামিকে নিজ হেফাজতে নেন। পরে পৃথক দুটি ঘটনায় আলাদাভাবে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়।