সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ, প্রাইভেট কারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৩১ জুলাই) বিকেলে গোয়াইনঘাট থানাধীন তিতারাই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক থানা এলাকার রবিউল ইসলাম রবিন (২৩) এবং সুনামগঞ্জ সদর থানা এলাকার খলিল শেখ ওরফে খলিল মিয়া (৪১)।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।