শেরপুরের নকলায় আজ বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ সকাল ৯টার দিকে নকলা থানাধীন চিতলিয়ায় প্রিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শাপলা (৩০)। আহতরা হলেন তাওহীদ (৪) ও সমেশ আলী (৬০)।
জানা গেছে, প্রিয়া বাজারের কাছে রাস্তা পারাপারের সময় শেরপুর ফুলপুরগামী একটি কাভার্ড ভ্যান ভিকটিমদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাপলা নিহত হন। তাওহীদ ও সমেশ গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন কাভার্ড ভ্যানের চালক জুবায়ের মুন্সীকে (২৭) আটক করেন এবং আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমদ্বয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নকলা থানা-পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।