কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার মাদক মামলার আসামি ও উদ্ধার ফেনসিডিল-এস্কাফ সিরাপ। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল ও এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। এগুলোর মধ্যে ফেনসিডিল ৫০ বোতল এবং এস্কাফ সিরাপ ৩০০ বোতল।

ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ৩১ জুলাই (বুধবার) সকাল পৌনে ৬টার দিকে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আসামি মো. ওয়াসিম (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মো. রাকিবুল হাসান প্রকাশ ওরফে রাকিবের (২২) দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়েই ৩১ জুলাই সকাল পৌনে ৬টার দিকে ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুরে তাঁর বাড়িতে অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আসামি রাকিবুলের বড় ভাই অপর আসামি ওয়াসিম। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় ৩১ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।