সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪৪ বোতল মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন ছাতক থানার জাতুয়া গ্রামের মৃত ননী কান্ত দাসের ছেলে শুকুল কান্ত দাস ওরফে হরি (৪৫) এবং সিলেট জেলার জালালাবাদ থানার লালারগাঁও গ্রামের মৃত জমির আলীর ছেলে নুর আহম্মদ (৪৫)।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা-পুলিশের একটি টিম তকিপুর গ্রামের তেতইখালী ব্রিজ-সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে ১৪৪ বোতল অফিসার্স চয়েজ নামক বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।