মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ তাপস কুর্মী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল সোমবার রাতে রাজনগর থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ রোডের উত্তরভাগ চা বাগানের সামনে থেকে তাঁকে আটক করেন।
 
ঘটনাস্থলে আটককৃত তাপস কুর্মীকে তল্লাশী করে তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের  ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
 
আটককৃত তাপস কুর্মীর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রশিদপুরে।

হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে বিক্রির উদ্দেশ্যে তিনি গাঁজা এনেছিলেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।