সুনামগঞ্জের ধর্মপাশা থানার পুলিশ অভিযান চালিয়ে ২৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লিপসা (চেয়ারম্যানপাড়া) গ্রামের মো. হাদিস মিয়ার ছেলে আব্দুর রহমান (৩৮) এবং একই গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে আশিকুল হাসান (২১)।
গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ধর্মপাশা থানাধীন নুরপুর উত্তরপাড়া গ্রামের সুরমা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছে থাকা ইঞ্জিনচালিত একটি নৌকা তল্লাশি করে ১১ হাজার ৭৫০ কেজি (২৩৫ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধার করা চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেপ্তার আসামিরা জব্দ করা ভারতীয় চিনি আমদানি-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহন করায় তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।