পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুলিশ চালিয়ে একটি নাশকতার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামি ছাত্রশিবিরের নেতা।

আজ বুধবার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে ছাতক থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহ আলমসহ পুলিশের একটি টিম ওই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছাতক থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি ছাত্রশিবিরের সাইফ উদ্দিনকে (২৫) তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি ছাতক উপজেলা ছাত্রশিবিরের নেতা। গোপন সংবাদে জানা যায়, তিনি বিভিন্ন সময় থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দিতেন। এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অঙ্গসংগঠনের সঙ্গে জোট বেঁধে থানা এলাকায় নাশকতার কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।