রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চলে। খবর আরএমপি নিউজের।
আরএমপির অভিযানে বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ৫ জন, রাজপাড়া থানা এলাকা থেকে ১ জন, চন্দ্রিমা থানা এলাকা থেকে ২ জন, মতিহার থানা এলাকা থেকে ১ জন, কাটাখালী থানা এলাকা থেকে ২ জন, শাহ মখদুম থানা এলাকা থেকে ২ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ডিবি পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল, ১০ লিটার চোলাই মদ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।