সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের অভিযানে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে গোয়াইনঘাট থানাধীন জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. শাকিল মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু সরকার জানান, জব্দ করা চিনির আনুমানিক দাম সোয়া তিন লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।