টাঙ্গাইল ডিবির হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইল শহর থেকে এক চিকিৎসকের ব্যাগ থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুলাই) ঝালকাঠি থেকে শহিদ মাঝি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা ডিবির একটি দল। সোমবার (১৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) শহর থেকে ১০ লাখ টাকা চুরি হওয়ার পর এক চিকিৎসক টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে চুরির সঙ্গে জড়িত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাপাড়ার শহিদ মাঝির (৫৩) নাম আসে। গত রোববার তাঁকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা চুরির কথা স্বীকার করেন এবং তাঁর বাড়ি থেকে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। বাকি ১ লাখ টাকা শহিদ মাঝি খরচ করেছেন বলে জানিয়েছেন। শহিদ মাঝিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।