নিখোঁজ দ্বীন ইসলাম। ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দ্বীন ইসলাম (১৩) নামের এক শিশু হারিয়ে গেছে। তার বাবার নাম মো. মাইনুদ্দিন। এ-সংক্রান্ত ১৪ জুলাই ডিএমপির হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

জিডির বরাত দিয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ (পিপিএম) জানান, ১৩ জুলাই দ্বীন ইসলাম সকাল ১০টার দিকে হাজারীবাগের কালুনগর এলাকার নিজ বাসা থেকে কামরাঙ্গীরচরের আব্দুল গাফফার কিরাতুল কোরআন মাদ্রাসায় যাওয়ার ‍উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের পরদিন ১৪ জুলাই হাজারীবাগ থানায় একটি জিডি করা হয়।

কোনো ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল ইসলাম (০১৭১৫-৪৪৩৪৯৬) অথবা হাজারীবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬১১) বা অফিসার ইনচার্জের (০১৩২০-০৩৯৬০৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।