এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে।

১২ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মল্লিক আহসান উদ্দিন সামীর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গতকাল সোমবার অভিযান চালিয়ে সাভারের গেন্ডা পুলিশ টাউন এলাকা থেকে ১ কোটি ১০ লাখ টাকার চেক আত্মসাতের সিআর মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারে আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।